রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে একটি পেট্রল স্টেশনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। সেখানকার জরুরি পরিষেবা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে চারজন নিহত হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। ইতিমধ্যে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রল স্টেশনটি চেচেন রাজধানীর কেন্দ্রের কাছাকাছি মোহাম্মদ আলী এভিনিউতে অবস্থিত।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে আকাশে আগুনের শিখা এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা গেছে।
রাশিয়ার উত্তর ককেশাসে সম্প্রতি বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ হয়েছে।
সূত্র : এএফপি