ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশ মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) প্রবেশাধিকার বন্ধ করবে স্টারলিংক। মঙ্গলবার স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প স্টারলিংক এ ঘোষণা দিয়েছে। আনাদোলু এজেন্সি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্টারলিংক এক বিবৃতিতে জানায়, ‘আমাদের সম্পদ অবৈধভাবে জব্দ করা হলেও আমরা ব্রাজিলে এক্স বন্ধ করার আদেশ পালন করছি।

 
 

অন্যান্যদের মতো আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়টি সংস্থাটি। তাদের বিশ্বাস, বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরায়েসের সাম্প্রতিক আদেশটি ব্রাজিলের সংবিধান লঙ্ঘন করে।

এর আগে শুক্রবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট আদালতের আদেশ লঙ্ঘন ও জরিমানা পরিশোধ না করায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিষিদ্ধ করেন। আদালত বলেছেন, প্ল্যাটফরমটি ঘৃণাত্মক ও বর্ণবাদী বক্তব্যের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে।

 
 

গত ২৮ আগস্ট দেশটির প্রধান বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরায়েস ব্রাজিলে একজন আইনি প্রতিনিধি নিয়োগের জন্য ইলন মাস্ককে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। সতর্ক করে দেন যে এটি না করলে ব্রাজিলে এক্স স্থগিত করা হবে।