পাকিস্তানে রবিবার দুটি পৃথক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানে যাওয়ার চেষ্টাকারী ১২ জন তীর্থযাত্রীও রয়েছে। দেশটির উদ্ধার ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তানশাসিত কাশ্মীরের সীমান্তবর্তী আজাদ পত্তন শহরের কাছে একটি বাস খাদে পড়ে গেলে বাসে থাকা ২৪ জনের সবাই নিহত হয়।
বাসটি যাত্রা শুরু করেছিল সুধানোটি জেলা থেকে। সেখানকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উমর ফারুক দুর্ঘটনাস্থল থেকে বলেন, ২৪ জন বাসে ভ্রমণ করছিল এবং ২৪ জনের সবাই মারা গেছেন।
এ ছাড়া একটি পৃথক দুর্ঘটনায় বেলুচিস্তানের মাক্রান উপকূলীয় মহাসড়কে ইরানে যেতে বাধা দেওয়ার পর একটি বাস খাদে বিধ্বস্ত হলে ১২ জন মারা যায়। দুর্ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য আসলাম বাঙ্গুলজাইবলেন, রাস্তায় অনেক বাঁক রয়েছে। চালক দ্রুত গতিতে যাওয়ার সময় বাসটি একটি গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলের নিকটবর্তী জেলা গোয়াদরের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা হামুদ উর রহমান বলেন, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে ছিল।
এর আগে শনিবার ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২৮ তীর্থযাত্রীর মরদেহ পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বাসটিতে ৫১ জন পাকিস্তানি তীর্থযাত্রী ছিল। তারা ইরানের মধ্য দিয়ে ইরাকের যাচ্ছিল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইয়াজদ প্রদেশের একটি চেকপয়েন্টের সামনে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।