ভারতের অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার প্রটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে।
‘ইন্ডিয়া’র বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টিসহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন।
ফলে লোকসভায় কংগ্রেসের দলনেতা হলে রাহুল ‘বিরোধী দলনেতা’ হবেন। এবারের লোকসভা ভোটে কেরালার ওয়েনাড় ও উত্তর প্রদেশের রাইবেরিলি দুটি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল।