সিউলের নৌবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার লক্ষ্যে যৌথ সামরিক মহড়ার জন্য একটি মার্কিন বিমানবাহী রণতরি শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে।
এই সপ্তাহে পিয়ংইয়ংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদে দক্ষিণ কোরিয়া রুশ রাষ্ট্রদূতকে তলব করার এক দিন পর এ খবর এলো। দুই দেশের একটিতে হামলা হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার অঙ্গীকার চুক্তিটিতে অন্তর্ভুক্ত রয়েছে।
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি থিওডোর রুজভেল্ট ২২ জুন সকালে বুসান নৌঘাঁটিতে পৌঁছেছে।
ইউএসএস থিওডোর রুজভেল্ট এই মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে প্রায় সাত মাস আগে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি—ইউএসএস কার্ল ভিনসন দক্ষিণে সফর করেছিল। পিয়ংইয়ং সব সময় এ রকম সম্মিলিত সামরিক মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে নিন্দা করেছে।
রণতরিটি পৌঁছনোর এক দিন আগে সিউল সতর্কীকরণ গুলি চালানোর কথা জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, উত্তর কোরিয়ার সেনারা এই মাসে তৃতীয়বারের মতো অল্প সময়ের জন্য ভারী সুরক্ষিত সীমান্ত অতিক্রম করেছে।