আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। ৮ জুন সন্ধ্যায় দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন তিনি।
এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ২০১৪ ও ২০১৯-এর মতো এবার নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে জোট হিসেবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর।
লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে, সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ।
লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে বুধবার বৈঠকে বসেন মোদি। সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়।
জানা গেছে, মোদির শপথগ্রহণ অনুষ্ঠান প্রথমে ৯ জুন হতে পারে বলে ঠিক হয়েছিল। তবে পরে ওই দিন বদলে শনিবার করা হয়।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ঝুলিতে গেছে ২৩৩টি আসন। আগের বারের চেয়ে আসনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের। এই লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে পুনরুত্থান হয়েছে দলটির। তারা পেয়েছে ৯৯টি আসন।
বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় ৫৫টি আসনে জেতা প্রয়োজন। কিন্তু ২০১৪ সালে ৪৪টি এবং ২০১৯ সালে ৫২টি আসনে জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। এবার সেই মর্যাদা পেতে চলেছে রাহুল গান্ধীর দল।