তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে বিজয় দাবি করে নরেন্দ্র মোদি বলেছেন, তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ভারতের সাধারণ নির্বাচনে আবারও জয় পেল, গতকাল মঙ্গলবার ঘোষিত ফলে দেখা যায়, বিজেপি গত ১০ বছরের মধ্যে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, যা তাদের জন্য বড় ধাক্কা।
এদিকে এ নির্বাচন নিয়ে কিছু আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে।
স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘সরকার এবং জনগণ উভয় পর্যায়েই একটি দুর্দান্ত অংশীদারত্ব রয়েছে এবং আমি আশা করি তা অব্যাহত থাকবে।’ তবে ওয়াশিংটন এটাও বলেছে, তারা মানবাধিকার নিয়ে তাদের উদ্বেগের বিষয়গুলোর ওপরও নজর রাখবে।
মার্কিন ওই মুখপাত্র আরো বলেছেন, ‘যখন আমাদের মানবাধিকার নিয়ে উদ্বেগ থাকে, যেমনট ভারতকে নিয়ে আমাদের আছে, তখন আমরা সেগুলো প্রকাশ্যে নিয়ে আসি।
এদিকে মোদির জোটকে অভিনন্দন জানিয়েছে জাপান। দেশটির একজন সরকারি মুখপাত্র বলেছেন, ‘ভারত একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’
মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট মঙ্গলবার রাতে বিজয় ঘোষণা করেছে, যদিও দলটি নিজেরাই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ২৭২ ছুঁতে ব্যর্থ হয়েছে।
কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান সহযোগী টিডিপি এবং জেডিইউর সমর্থনে ২৯৩টি আসন জিতেছে বিজেপি। উভয় জোটই দলটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
এদিকে কংগ্রেস পার্টির নেতৃত্বে বিরোধী ভারত জোট ২৩২টি আসন জিতেছ। তবে কংগ্রেস এখনো পরাজয় স্বীকার করেনি বা তাদের পরবর্তী পদক্ষেপের ঘোষণা দেয়নি। এক বৈঠকে যোগ দিতে বিরোধী দলগুলোর জ্যেষ্ঠ নেতারা আজ দিল্লিতে রয়েছেন।