ইউক্রেনকে রাশিয়ার মাটিতে হামলার অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। সোমবার (৩ জুন) এই সতর্কতার কথা বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মাটিতে ইউক্রেনীয় হামলাকে উদ্বুদ্ধ করা যুক্তরাষ্ট্রের ভুল হবে।
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, রাশিয়ার প্রাথমিক-সতর্কতামূলক রাডার সিস্টেমে আক্রমণ করার জন্য ইউক্রেনের প্রচেষ্টা ব্যর্থ হবে। তা ছাড়া কিয়েভের এ ধরনের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে মস্কো।