ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে আজ সোমবার ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোট হচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর প্রদেশের রাইবেরিলি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে লখনউ থেকে লড়ছেন প্রতিরক্ষামন্ত্রী বিজেপি নেতা রাজনাথ সিং।
এদিকে পশ্চিমবঙ্গের হুগলিতে দুই অভিনেত্রীর প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।
আজ ঝাড়খণ্ডের ১৪টি আসনের তিনটি, ওড়িশার ২১টির মধ্যে পাঁচটি, উত্তর প্রদেশের ৮০টি আসনের ১৪টি, বিহারের ৪০টি আসনের পাঁচটি, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩টি, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের সাতটি, কেন্দ্রশাসিত লাদাখের একমাত্র আসন এবং জম্মু কাশ্মীরের পাঁচটি আসনের একটিতে ভোট হচ্ছে।
ভোট হওয়া রাজ্যগুলোর মধ্যে মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশে বিজেপির সরকার রয়েছে। মহারাষ্ট্র ও বিহারের জোট সরকারেও রয়েছে বিজেপি। ওড়িশায় ক্ষমতায় আছে বিজু জনতা দল (বিজেডি)।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং পশ্চিমবঙ্গ শাসন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দুটি দলই ইন্ডিয়া জোটের শরিক। অন্যদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে গত কয়েক বছর ধরে জম্মু কাশ্মীর এবং লাদাখ পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার।
আজ ভোট হতে যাওয়া ৪৯টি আসনের মধ্যে ২০১৯ সালে ৩৯টিতে জয় পেয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
পঞ্চম ধাপের ভোটে বিজেপি ও বিরোধী দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাইবেরিলি আসনে সাবেক কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর ছেলে রাহুল গান্ধী। আরেক গুরুত্বপূর্ণ আসন আমেথিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানিকে টেক্কা দিতে চাইছে কংগ্রেস। ইরানির কাছে ২০১৯ সালে পরাজিত হওয়ার আগে তিনবার আসনটির এমপি ছিলেন রাহুল। তবে এবার কংগ্রেসের অনুগত কিশোরী লাল শর্মাকে এই আসনের টিকিট দিয়েছে দলটি।
উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তাঁর প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির রবিদাস মেহরোত্রা। আরেক কেন্দ্রীয় মন্ত্রী পিযুশ গয়াল লড়ছেন মহারাষ্ট্রের মুম্বাই উত্তর লোকসভা আসন থেকে। তাঁর বিরুদ্ধে ভূষণ পাটিলকে প্রার্থী করেছে কংগ্রেস।
এ ছাড়া জম্মু কাশ্মীরের বারামুল্লা আসনে লড়বেন সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ।
এর আগে লোকসভা নির্বাচনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে যথাক্রমে ৬৬.১, ৬৬.৭, ৬১ ও ৬৭.৩ শতাংশ ভোট পড়েছে। ২০১৯ সালের তুলনায় এবার ভোটের হার কম। চলতি লোকসভা নির্বাচনে ৩৬টি প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি আসনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৯০ লাখ।
প্রথম পাঁচ ধাপে লোকসভার ৪২৮ জন এমপির ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। এরই মধ্যে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, কেরালা, মেঘালয়, আসাম, মণিপুর, কর্ণাটক, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, রাজস্থান, সিকিম, ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি, দমন, দিউ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির সব আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
আগামী ২৫ মে ষষ্ঠ ধাপ ও ১ জুন সর্বশেষ ধাপের ভোট হবে। আগামী ৪ জুন ফল প্রকাশ করা হবে।