পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়াদর শহরের কাছে একটি বাড়িতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে সাত শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা তখন ঘুমাচ্ছিলেন। জাতিগত প্রতিহিংসার কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানান, বন্দুকধারীরা বন্দর নগরী গোয়াদর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত শ্রমিকদের ওপর গুলি চালায়।
উল্লেখ্য, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বিনিয়োগের অংশ হিসেবে উপকূলীয় শহর গোয়াদরে বেইজিংয়ের অর্থায়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চালু রয়েছে।
পুলিশ মনে করছে, এই হামলার সঙ্গে নিহতদের কাজের কোনো সম্পর্ক নেই।
একই ঘটনার পুনরাবৃত্তি
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও হামলাটির সঙ্গে অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে জাতিগত সংঘাতের আগের হামলাগুলোর মিল রয়েছে।
গত এপ্রিল মাসে বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী মহাসড়কে চলন্ত বাস থেকে কয়েকজন শ্রমিককে অপহরণ করে হত্যার দায় স্বীকার করে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ।