ভারতের রাজধানীতে বেশ কয়েকটি স্কুল বোমা হামলার হুমকির পর খালি করে দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল স্কুলগুলোতে। তবে পুলিশ বলেছে, স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি।
দিল্লির ৫০টিরও বেশি স্কুল এই হুমকিমূলক ইমেল পেয়েছে বলে কর্মকর্তারা বলেছেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, “দিল্লি পুলিশ প্রোটোকল অনুসারে হুমকি পাওয়া সকল স্কুলে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালিয়েছে... ধারণা করা হচ্ছে, এটা ভুয়া হুমকি ছিল।
দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন। তিনি আরো বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।
অতীতেও নয়াদিল্লির স্কুলগুলোতে এমন হুমকি পাঠানো হয়েছিল, তবে শেষে সগুলো ভুয়া বলেই প্রমাণিত হয়েছিল।