ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, ইউক্রেনে মার্কিন দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের (এটিএসিএমএস) সরবরাহ যুদ্ধের ফলাফল পরিবর্তন করবে না, বরং ইউক্রেনের জন্য আরো সমস্যা তৈরি করবে।
এর আগে একজন মার্কিন কর্মকর্তা বুধবার জানান, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোপনে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রেরণ করেছে। এগুলো এ পর্যন্ত দুবার ব্যবহার করেছে তারা।
তিনি আরো জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রথমবারের মতো ১৭ এপ্রিল ক্রিমিয়ার একটি রুশ বিমানঘাঁটির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, যা ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দূরে ছিল।
পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িত। তারা সরবরাহ করা অস্ত্রের অপারেটিং রেঞ্জ বাড়ানোর পথ অনুসরণ করছে।’
দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি মৌলিকভাবে বিশেষ সামরিক অভিযানের ফলাফলকে পরিবর্তন করবে না। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।
আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জসহ ইউক্রেনে পাঠানো হবে কি না, তা বাইডেন প্রশাসনের মধ্যে কয়েক মাস ধরে বিতর্কের বিষয় ছিল। তবে মাঝারি পাল্লার এটিএসিএমএস গত সেপ্টেম্বরে সরবরাহ করা হয়।