ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ভোট লুটের চেষ্টা করছে। গতকাল শুক্রবার মুর্শিদাবাদের এক জনসভা থেকে তিনি এমন অভিযোগ করেন।
গতকাল ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
এমন ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নই। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসেবে ব্যবহার করছে।