২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে দাঁড়ানোর অর্থ নেই। তাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্বাচনে অংশ নেবেন না। স্থানীয় সময় বুধবার তিনি এ কথা জানান। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাঁকে প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
সীতারামন বলেছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁর কাছে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচন করার প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তহবিল নেই।’
টাইমস নাউ সামিট ২০২৪-এ বক্তৃতা করার সময় অর্থমন্ত্রী সীতারামন বলেন, ‘এক সপ্তাহ বা দশ দিন ধরে চিন্তা করেছি আমি, তারপর আমি বলেছি ... হয়তো সম্ভব নয়।
তিনি বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ যে তারা (বিজেপি) আমার যুক্তি মেনে নিয়েছে...তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না।
এখন পর্যন্ত বিজেপি আসন্ন সাধারণ নির্বাচনের জন্য প্রার্থীদের সাতটি তালিকা প্রকাশ করেছে। প্রাথমিক তালিকায় নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের মতো দলের হেভিওয়েটদের মাঠে নামিয়েছে।