কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির এই নেতা বলেন, ‘কোনো কোনো ব্যক্তিকে রাজনীতিতে বারবার অভিষেক করাতে হয়।’ কারো নাম উল্লেখ না করলেও মোদি কটাক্ষের তীরটা যে রাহুলের উদ্দেশ্যে ছুড়েছেন, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় বলে মত বিশ্লেষকদের নয়াদিল্লিতে স্টার্টআপ মহাকুম্ভ নামের এক সম্মেলনে অংশ নিয়ে মোদি বলেন, অনেকে স্টার্টআপ চালু করেন। তবে রাজনীতিতে এই সংখ্যাটা অনেক বেশি।
নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু
আসন্ন লোকসভা নির্বাচনে ২১টি রাজ্যের ১০২টি আসন এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মনোনয়ন প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
তামিলনাড়ুতে প্রার্থী ঘোষণা ডিএমকের
আগামী ১৯ এপ্রিল দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর ৩৯টি আসনে লোকসভা নির্বাচন হওয়ার কথা। গতকাল বুধবার ২১টি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন ডিএমকে।