জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পাঁচ বছর পর প্রথমবার শ্রীনগর যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার শ্রীনগরে বিজেপির আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি। এ সময় তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষি অর্থনীতিকে উন্নত করতে পাঁচ হাজার কোটি রুপির মূল্যের ‘হলিস্টিক অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রগ্রাম’ উদ্বোধন করবেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জারি করা হয়েছে।
২০১৯ সালের ৫ আগস্ট এক পার্লামেন্ট ভোটের ৩৭০ নম্বর ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পৃথক করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। সংবিধানের এই পরিবর্তনের জেরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে। এ কারণে দীর্ঘদিন কার্যত ‘প্রশাসনিক লকডাউনে’ ছিল জম্মু-কাশ্মীর।