ভারতজুড়ে এখন একটাই আলোচনা। দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান চলে গুজরাটের জামনগরে। সেখানে যোগ দিতে হাজির বলিউড হলিউডসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খ্যাতনামা ব্যক্তিবর্গ।
জামনগরে তিন দিন ধরে চলছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান।
জাকারবার্গ পত্নী চ্যান অনন্তকে বলেন, ‘ঘড়িটা দুর্দান্ত।
সামাজিক মাধ্যমে অনন্ত ও প্রিসিলার এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও দেখার পর অনেক মিম হতেও দেখা গেছে। দুজনের এই কথোপকথন নিয়ে হাসি ঠাট্টায় মজেছেন নেটিজেনরাও।
ভারতীয় একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, অনন্তের হাতের ঘড়িটির আনুমানিক দাম রয়েছে ১৪ থেকে ১৮ কোটি টাকা। এটি পাটেক ফিলিপের গ্র্যান্ডমাস্টার চাইম ঘড়ি, যা দেখে আসলে প্রিসিলা চমকে গিয়েছিলেন। বহু মূল্যবান এই ঘড়িটির মধ্যেও অনেক ফিচার রয়েছে। এই ঘড়িতে রয়েছে রিভার্সিবল কেস, বিশেষ ধরনের ডায়াল ও আরও নানা ধরনের উন্নতমানের প্রযুক্তি। এই ঘড়িতে বসানো রয়েছে হীরা, পান্না, চুনির মতো বহুমূল্য পাথরও। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এই ঘড়ির বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি।
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠান। শেষ হয়েছে ৩ মার্চ। তাদের এই মহা আয়োজনে দেশ-বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। হাজির ছিলেন রাজনৈতিক থেকে ক্রীড়া অঙ্গনের তারকারাও। জুলাইয়ে মুম্বাইয়ে আয়োজিত হবে মুল বিয়ের অনুষ্ঠান।