২০২৩ সালে লন্ডন ছিল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। বছরটিতে সেখানকার বাসিন্দারা ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গড়ে ৩৭ মিনিট ২০ সেকেন্ড রাস্তায় ব্যয় করেছে। একটি নতুন গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
আমস্টারডামভিত্তিক অবস্থান প্রযুক্তি বিশেষজ্ঞ টমটমের প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্যের রাজধানীতে দিনের ব্যস্ততম ঘণ্টাগুলোতে মানুষ বছরে ১৪৮ ঘণ্টা ক্ষতি হয়েছে।
এ তালিকায় লন্ডনের পরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের অবস্থান। ২০২৩ সালে সেখানে মানুষ ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গড়ে ২৯ মিনিট ৩০ সেকেন্ড সময় ব্যয় করেছে। তবে ডাবলিনে ব্যস্ত সময়ে ঘণ্টায় ১৬ কিলোমিটার গড় গতির কারণে বাসিন্দাদের বছরে ১৫৮ ঘণ্টা ক্ষতি হয়েছে, যা শীর্ষ ১০ শহরের তালিকায় সর্বোচ্চ।
অন্যদিকে টরন্টোর লোকেরা ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গড়ে ২৯ মিনিট ব্যয় করেছে।
‘বিশ্বের ফ্যাশন রাজধানী’ হিসেবে পরিচিত মিলান চতুর্থ স্থানে রয়েছে, যেখানে মানুষ গত বছর ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে গড়ে ২৮ মিনিট ৫০ সেকেন্ড সময় ব্যয় করেছে।
এ ছাড়া পেরুর লিমার বাসিন্দাদের ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে ২৮ মিনিট ৩০ সেকেন্ড খরচ হওয়ায় বছরে ১৫৭ ঘণ্টা ক্ষতি হয়েছে।
তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে বেঙ্গালুরু ও পুনে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বেঙ্গালুরুতে প্রতি ১০ কিলোমিটার ভ্রমণের গড় সময় ছিল ২৮ মিনিট ১০ সেকেন্ড। অন্যদিকে পুনেতে একই দূরত্ব অতিক্রম করতে ২৭ মিনিট ৫০ সেকেন্ড ব্যয় হয়েছে।