সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার ( ৩১ জানুয়ারি) এই ঘটনা ঘটে। বস্তুটি বিস্ফোরক কোনো ডিভাইস বলে মনে করছে পুলিশ। দেশটির জাতীয় বোমা স্কোয়াড এটি ধ্বংস করেছে বলে সুইডিশ পুলিশ জানিয়েছে।
সুইডেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এমন বস্তু পাওয়ার ঘটনাকে দূতাবাস এবং এর কর্মীদের ওপর ‘হামলার চেষ্টা’ বলেই অভিহিত করেছেন। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ডিভাইসটি পরে সর্তকতার সঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কীভাবে এটি দূতাবাসের মাঠে প্রবেশ করেছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
স্থানীয় কয়েকটি খবরে বলা হয়েছে, লোকজনকে নিরাপদে রাখতে দূতাবাসের চারপাশে ১০০ মিটার এলাকা ঘিরে ফেলা হয়। অনলাইনে এক পোস্টে সুইডেনের উপ-প্রধানমন্ত্রী বলেছেন, ‘এমন ঘটনায় তিনি শিউরে উঠেছেন। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে।