পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনি স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠন করবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ‘আপনারা জানেন, অনেক স্বতন্ত্র রাজনীতিবিদ, সম্ভবত আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন।’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) দলের আইকনিক ব্যাট প্রতীক হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশির ভাগই পিটিআই নেতারা থাকবেন।
এবারের নির্বাচনে কোনো দলের সঙ্গে হাত মেলানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন বিলাওয়াল। বদলে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনকেই বেছে নেবেন পিপিপির এই প্রধানমন্ত্রী প্রার্থী। তবে বিলাওয়াল এই নির্বাচনে জিতলে সরকার গঠনের সময় তাঁর বয়স বেনজির ভুট্টোর চেয়েও ২৫ দিন কম থাকবে। বিলাওয়ালের মা বেনজির ভুট্টো ১৯৮৮ সালে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তখন তাঁর বয়স ছিল ৩৫ বছর।