পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক সোমবার ইউক্রেনের সংঘাতকে ‘ভালো ও মন্দ’র মধ্যে যুদ্ধ বলে অভিহিত করেছেন। ক্ষমতায় ফেরার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তাঁর প্রথম সফরে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এদিন তিনি ইউক্রেনের জন্য আরো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি সংবাদ সম্মেলনে টুস্ক বলেছেন, ইউক্রেনের সঙ্গে পোল্যান্ড তার আর্থিক ও সামরিক সহযোগিতা আরো গভীর করতে প্রস্তুত।

এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, ওয়ারশ তার প্রতিবেশীকে সাহায্য করতে সামর্থ্য অনুযায়ী ‘সব কিছু’ করবে।

 

পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এ লড়াইয়ে পোলিশ জাতি এবং পোলিশ রাষ্ট্রের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে।’

অন্যদিকে জেলেনস্কি টুস্ককে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি কিয়েভ এবং ওয়ারশর মধ্যে ‘ঐক্য’ ইউক্রেনের পশ্চিমা মিত্রদের বিভক্ত করার রুশ প্রচেষ্টার বিরুদ্ধে ‘একটি শক্তিশালী ঢাল’।

ইউক্রেনের রাজধানীতে বিমান হামলার সাইরেন বাজার পর জেলেনস্কি টুস্ককে বলেন, ‘এই ঐক্য, সমগ্র ইউরোপের এই ঐক্য, এটি হারানো যাবে না।