চীনের কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্ত অঞ্চলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বেশ কয়েকজন মানুষ আহত ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই ঘটনার ঠিক এক দিন আগেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে অন্তত ৪৭ জন চাপা পড়ে।
এদিকে চীনের ভূমিকম্প প্রশাসনের মতে, ভূমিকম্পটি রাত ২টা ৯ মিনিটে আঘাত হানে। উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি অঞ্চলের পাহাড়ি সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার (১৩ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
চীনের ওয়েইবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমের নেটিজেনরা জানিয়েছে, ভূমিকম্পটি উরুমকি, কোরলা, কাশগড়, ইইনিং এবং আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে। সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পর জিনজিয়াং রেলওয়ে বিভাগ অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং ২৭টি ট্রেনের চলাচল ভূমিকম্পের কারণে ব্যাহত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জিনজিয়াংয়ে কয়েকটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। আর দেশটির নিকটবর্তী কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় সর্বশেষ ৬.৭ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে। কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে বাসিন্দারা তাদের বাড়ি ছেড়ে বের হয়ে যায়।