পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ১৮ জন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে হওয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে এটি একটি। মস্কো নিযুক্ত আঞ্চলিক প্রধানের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, ‘একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ১৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
পুশিলিন জানিয়েছেন, হতাহতদের বিষয়ে এখনো তথ্য খোঁজা হচ্ছে।
এদিকে একটি প্রাথমিক পরিসংখ্যানে দোনেৎস্কের মেয়র আলেক্সি কুলেমজিন এর আগে শহরের উত্তর-পূর্ব দিকে গোলাবর্ষণে আটজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।
এএফপির তথ্য অনুসারে, মস্কো ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছে।