ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলে হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বলেছে, এই যুদ্ধ মানবতাকে কলঙ্কিত করছে। এদিকে গতকাল রবিবার যুদ্ধের শততম দিনেও গাজায় অবিরাম বোমবর্ষণ করেছে ইসরায়েল। এদিন গাজার খান ইউনিস, ডেইর আল বালাহ শহর, মাঘাজি ও বুরেজি শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজা উপত্যকা পরিদর্শন করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গত ১০০ দিনে ব্যাপক মৃত্যু, ধ্বংস, বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং মানুষের শোক আমাদের মানবতায় কলঙ্ক লেপে দিয়েছে।
খাদ্য, পানিসহ নানাবিধ সংকটে জর্জরিত হয়ে পড়েছেন তাঁরা। জিনিসপত্রের দাম নাগালের বাইরে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে তাঁবুতে বাস করতে বাধ্য হচ্ছেন অনেকে।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে গত শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিশ্বের নানা প্রান্তে মিছিল-সমাবেশ হয়েছে।