গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে—এমনটি ধরে নেওয়ার মতো কার্যকলাপ দেখছে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রেক্ষিতে তা জানিয়েছেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
এ ছাড়াও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলা করায় দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ‘গাজার মানুষের ওপর গণহত্যা চালানোর’ অভিযোগে ইসরায়েলে বিরুদ্ধে হেগভিত্তিক আদালতে এই মামলার শুনানি শুরু হবে আগামী সপ্তাহে।
অন্যদিকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিযোগটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা এমন কার্যকলাপ দেখছি না, যা গণহত্যা বলে বিবেচিত হতে পারে।’
মিলার সাংবাদিকদের বলেন, ‘গণহত্যা অবশ্যই জঘন্য নৃশংসতা।
দক্ষিণ আফ্রিকা প্রায়ই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণের সমালোচনা ও কর্মকাণ্ডকে নিজেদের জাতিবিদ্বেষের ইতিহাসের সঙ্গে তুলনা করে। তাদের অভিযোগ, ‘গাজায় ফিলিস্তিনিদের ধ্বংসের সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে’ কার্যকলাপ চালাচ্ছে ইসরায়েল।
গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে আদালতের কাছে নির্দেশনার আবেদন জানিয়েছে দেশটি।
এদিকে গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন করা নিয়ে ইসরায়েলের দুই মন্ত্রীর প্রস্তাবের কড়া সমলাচোনা করেছে যুক্তরাষ্ট্র। তাদের বক্তব্য সরকারের অবস্থান নয় বলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।