বড়দিনের ছুটিতে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রবল ঝড়ে অন্তত নয় জন নিহত হয়েছে। ঝড়ের আঘাতে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে এবং কয়েক হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী পরিষেবাগুলো আট জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
২৫ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর দেশের পূর্ব উপকূলে প্রচণ্ড বজ্রঝড় আঘাত হানে।
কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের উপকণ্ঠে ঝড় ও বৃষ্টির পানিতে ভেসে যায় নয় বছর বয়সী মেয়েশিশু।
এদিকে কুইন্সল্যান্ডের দক্ষিণে সাগরে নৌকা ডুবে এগারো জন নিখোঁজ হন।
কুইন্সল্যান্ড রাজ্যের মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি এনারজেক্স জানিয়েছে, ঝড়ে ১ হাজারের বেশি বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে এবং প্রায় ৮৬ হাজার পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
এদিকে, মেলবোর্নের পূর্বে বুচানে আকস্মিক বন্যার পর গতকাল মঙ্গলবার একজন নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গাছ উপরে পড়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালের দিকে ঝড় কমে আসলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, পূর্বদিকে যখন প্রবল বৃষ্টি হচ্ছে তখন পশ্চিমের বেশ কয়েকটি অঞ্চল দাবানলে পুড়ছে। এখানে দাবানল নেভাতে গিয়ে স্বেচ্ছাসেবক এক দমকলকর্মী মারা গেছে।