কর্ণাটকে সরকারি স্কুল থেকে হিজাব নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। শুক্রবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার একটি বক্তব্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়।
২০২২ সালে বিজেপি শাসিত সরকারের আমলে রাজ্যের সরকারি স্কুলে মুসলমান শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
কর্ণাটক রাজ্যের কংগ্রেস শাসিত সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “কে কী পরবেন, কে কী খাবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়। সরকার কেন ব্যক্তির সেই অধিকারে নাক গলাবে? যার যা খেতে ইচ্ছা করে, সে তা-ই খাবে। যার যা পরতে ইচ্ছা করে, তা-ই পরবে। আমি ধুতি পরি, কেউ প্যান্ট পরে।
গত বছরের শুরুতে কর্ণাটকে রাজ্যের উদিপি জেলার এক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় মুসলিম শিক্ষার্থী অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ তাদের হিজাব পরে স্কুলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভও দেখান শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের প্রতিবাদে হিন্দু শিক্ষার্থীরা পাল্টা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। ভারতের কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে শুধু হিজাবই নয়, আজানের মাইক বন্ধ, হালাল মাংস বেচাকেনা নিয়েও নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ও হচ্ছে।
এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিজেপিকে উল্লেখ করে বলেন, ‘বিজেপি পোশাক এবং বর্ণের ভিত্তিতে মানুষ ও সমাজকে বিভক্ত করার কাজ করছে।