চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেইজিংয়ে দুটি পাতাল ট্রেনের মধ্যে সংঘর্ষে ১০২ জনের হাড় ভেঙে গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে দুর্ঘটনার পর পাঁচ শতাধিক মানুষকে হাসপাতালে পাঠানো হয়।
চাংপিং পাতাল রেললাইনে নিচের দিকে যাওয়ার সময় ট্রেনগুলোর সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ভারী তুষারপাত হচ্ছিল।
চীনের রাজধানীর পরিবহন নেটওয়ার্কে এই ধরনের নিয়মিত নয়। তুষারঝড়ের কারণে ট্র্যাকগুলো পিচ্ছিল হয়ে ছিল বলে জানা গেছে। এর ফলে একটি ‘সংকেত অবক্ষয়’ হলে প্রথম ট্রেনটি হঠাৎ ব্রেক করে।
অনলাইনে পোস্ট করা ছবি এবং ফুটেজে বগিগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।
বেইজিং সাবওয়ে এই দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেছে, কম্পানি আহতদের চিকিৎসার খরচ বহন করবে।
বেইজিংয়ে তুষারপাতের কারণে সড়ক, রেল ও বিমান পরিবহন ব্যাহত হয়েছে। আগামী দিনে উত্তর চীনজুড়ে তাপমাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।