অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আল-কুদরা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার ২২ জনকে হত্যা করেছে। আহত হয়েছে ২৫ হাজারেরও বেশি মানুষ।
মুখপাত্র বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার ৩০০ শিশুসহ প্রায় দুই হাজার ৩৫০ জন নিখোঁজ হওয়ার খবর পেয়েছে।
এ ছাড়া গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহর সংলগ্ন তিনটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে একটি চক্ষু হাসপাতাল, একটি মানসিক হাসপাতাল এবং আল-রান্টিসি শিশু হাসপাতাল রয়েছে। এতে আট ফিলিস্তিনি নিহত এবং ১২৫ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।
৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা শুরু করেছে। বিপুলসংখ্যক হতাহত এবং ব্যাপক বাস্তুচ্যুতির পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য মৌলিক সরবরাহ কমে চলছে।
সূত্র : আনাদোলু এজেন্সি