অক্টোবরের শুরুতে অভিবাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। এরই ধারাবাহিকতায় ইইউর পাঠানো ৬০ মিলিয়ন ইউরো বা ৭০০ কোটি টাকা ফেরত পাঠিয়েছে দেশটি। ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বৃহস্পতিবার ইউরো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসন ঠেকাতে চলতি বছরের জুলাই থেকে ‘কৌশলগত অংশীদার’ হিসেবে তিউনিশিয়াকে বিবেচনা করে আসছিল ইইউ।
কমিশনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিউনিশ প্রেসিডেন্ট কাইস সাইদ ২ অক্টোবর জানিয়েছিলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন যা ঘোষণা করেছে, তিউনিশিয়া তা প্রত্যাখ্যান করছে। শুধু অর্থের পরিমাণ কম বলে নয়, জুলাইতে সই হওয়া একটি সমঝোতা স্মারকের সঙ্গেও এটি সাংঘর্ষিক।
দেশটির এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ইইউর পক্ষ থেকে পাঠানো ৬০ মিলিয়ন ইউরোর সহায়তা ফেরত পাঠানো হয়েছে। ইইউ কমিশন বৃহস্পতিবার অর্থ ফেরত আসার কথা নিশ্চিত করলেও তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের পাঠানো কোনো প্রশ্নের জবাব দেয়নি।
এই অর্থ মূলত ইইউ ও তিউনিশিয়ার মধ্যে জুলাইয়ে সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে ১২৭ মিলিয়ন ইউরো সহায়তার প্রথম কিস্তি হিসেবে কোষাগারে স্থানান্তরিত করা হয়েছিল।
কাইস সাইদ গত সপ্তাহে এক প্রতিক্রিয়ায় আরো বলেছিলেন, ‘তিউনিশিয়া শুধু সহযোগিতা গ্রহণ করে।
কাইস সাইদের এমন মন্তব্য ব্রাসেলসে ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ দুই কর্তৃপক্ষের মধ্যে সম্পন্ন চুক্তিটিকে অভিবাসনপ্রবাহ রোধে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভবিষ্যত চুক্তির মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
এদিকে সংকট কাটাতে ইইউ কমিশন জানিয়েছে, ৩১ আগস্ট তিউনিশিয়ার অনুরোধের পর ৬০ মিলিয়ন ইউরো প্রকৃতপক্ষে বাজেট সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।