বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবসময়ই তারকা ঠাসা এক দল গঠন করে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশি ক্রিকেটারের পাশাপাশি বিদেশি বেশকিছু তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করে তিনবারের শিরোপাজয়ী এই দল। চলতি আসরেও দলটিতে তারকার কমতি ছিল না। তবে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলেই দল ছাড়লেন দলটির তিন বিদেশি তারকা।
৩ জনের মধ্যে রয়েছে ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড মালান, দুই আফগার ক্রিকেটার ফজল হক ফারুকী এবং মোহাম্মদ নবী। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেন, ‘সোমবার রাতেই এই তিন ক্রিকেটার দল ছেড়েছেন। তবে সামনের ম্যাচগুলোতে নিজেদের সময় মেলাতে পারলে আবারও খেলতে আসবেন তারা।’
কুমিল্লার মিডিয়া ম্যানেজার আরও বলেন, ‘খুব শ্রীঘই দলে যুক্ত হবেন পাকিস্তানি পেসার হাসান আলি। এছাড়া খেলতে আসবেন চ্যাডউইক ওয়াল্টন। তবে আমরা পাকিস্তানের আরেক ক্রিকেটার আবরার আহমেদের সঙ্গেও যোগাযোগ করছি। দেখা যাক কি হয়।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।
ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।