স্পোর্টস ডেস্ক: চার দিনেই মুলতান টেস্ট জিতে নিল ইংল্যান্ড। আজ সোমবার ২৬ রানের এই জয়ে তারা তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলল। যদিও আজ বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার, যা পাকিস্তানের বিপক্ষে গেছে। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকা সাউদ শাকিল আদৌ কট বিহাইন্ড হয়েছিলেন কিনা- সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।
পাকিস্তানে ২৬ টেস্ট খেলে এটা ইংল্যান্ডের মাত্র ৪র্থ জয়। তাছাড়া এই প্রথম পাকিস্তানের মাটিতে টানা দুই টেস্ট জিতল ইংলিশরা।
জয়ের জন্য আজ চতুর্থ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫৭ রান। হাতে আছে ৬ উইকেট। শাকিল অপরাজিত ছিলেন ৫৪ রানে। তবু এই ম্যাচ হেরে গেল পাকিস্তান! দিনের শুরুতেই মজো রুটকে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন ফাহিম আশরাফ (১০)। এরপর শাকিল ও মোহাম্মদ নাওয়াজ (৪৫) দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু লাঞ্চের একটু আগে দুজনকেই বিদায় করেন মার্ক উড। দুজনই আউট হন লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে।
কিন্তু শাকিলের (৯৪) আউট নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। আম্পায়ার আলিম দারের সফট সিগন্যাল ছিল আউট। টিভি রিপ্লে দেখেও থার্ড আম্পয়ার সেই সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু রিপ্লে দেখে মনে হয়েছে, বল অলিভার পোপের গ্লাভসবন্দি হওয়ার আগে মাটি স্পর্শ করেছে। ধারাভাষ্যকার মাইক আথারটনও বলেছেন, কিপারের গ্লাভস পুরোপুরি বলের নিচে ছিল না। এরপরই পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। তাদের শেষ ৫ উইকেটের পতন হয় ৩৮ রানের মাঝে। সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক জিতেছেন ম্যান অব দা ম্যাচের পুরস্কার।