স্পোর্টস ডেস্ক:  দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং, রানের পাহাড়; তবুও ভারতের শেষরক্ষা হয়নি। সাউথ আফ্রিকার রাইলি ফন ডান ডুসেন আর ডেভিড মিলারের ব্যাটে অসুর শক্তি, তাণ্ডবে লণ্ডভণ্ড টিম ইন্ডিয়া।

দ্বিতীয় টি-টোয়েন্টি, আগে ব্যাট করে ১৫০ রানের ঘর ছুঁতে পারেনি মন্থর গতির ভারত। ইশান কিষানের ২১ বলে ৩৪, শ্রেয়াল আইয়ারের ৩৫ বলে ৪০ আর শেষের দিকে দিনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানে ১৪৮ রান তুলতে পেরেছে ভারত।

মাঝারি মানের টার্গেটে খেলতে নেমে ভুবনেশ্বর কুমারের হোচট খাওয়ার দশা হয়েছিল সাউথ আফ্রিকার।  ২৯ রানেই ৩ উইকে নেই। 

 

সমীকরণে যখন টালমাটাল প্রোটিয়ারা, তখন হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা (৩০ বলে ৩৫), সেই সাথে মারকুটে হেনরিখ ক্লাসেন (৪৬ বলে ৮১)। 

চতুর্থ উইকেট ৬৪ রানের জুটি। বাভুমা ফিরলেও মিলারের সঙ্গে ক্লাসেন পঞ্চম উইকেটে ২৮ বলে ৫১ রান যোগ করে ম্যাচটা নিয়ে যান সাউথ আফ্রিকার হাতের মুঠোয়।

এক কথায় বললে, সাউথ আফ্রিকার কাছে নয়; ভারতকে একাই হারিয়ে দিয়েছেন ক্লাসেন!