স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোচিং থেকে দূরে আছেন জিনেদিন জিদান। নতুন কোথাও দায়িত্ব নেননি ফরাসি এই কিংবদন্তি। নতুন কোথায় যাচ্ছেন, কোন দলের দায়িত্ব নিচ্ছেন- এ নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে জিদান নিজেই জানালেন, শিগগিরই কোচিংয়ে ফিরবেন তিনি।

 

 

খেলোয়াড়ি জীবন শেষে শুধু মাত্র রিয়াল মাদ্রিদের কোচিং করিয়েছেন জিদান। ২০১৬ সালে রিয়ালের দায়িত্ব নিয়ে প্রথম দফায় জেতেন হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ। এছাড়া জিতিয়েছেন লা লিগার শিরোপাও। দ্বিতীয় দফায় রিয়ালে ফিরেন ২০১৯ সালে। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে এসে রিয়ালকে জেতান লিগ শিরোপা। ২০২১ সালে আবারো রিয়ালকে বিদায় জানান জিদান।

ফ্রান্সের প্যারিসে তৈরি করা হয়েছে জিদানের মোমের মূর্তি। সেই অনুষ্ঠানে এসে নিজের ভবিষ্যৎ নিয়ে জিদান বলেছেন,'শিগগিরই কোচিং পেশায় ফিরে আসব। খুব বেশি দূরে নেই। শিগগিরই ফিরছি, শিগগিরই। '