পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে তাকে এই শাস্তি দেয় আইপিএল কর্তৃপক্ষ।
চলতি মৌসুমে আইয়ারের নেতৃত্বে খেলা পাঞ্জাব কিংসকে প্রথমবারের মতো স্লো-ওভার রেটের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যা আইপিএলের আচরণবিধি সংক্রান্ত ধারা ২.২২ এর লঙ্ঘন।
আজ বৃহস্পতিবার আইপিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে স্লো-ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। যা ৪৯তম ম্যাচ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হয়েছিল। যেহেতু এটি চলতি মৌসুমে ধারা ২.২২-এর অধীনে প্রথম অপরাধ, যা সর্বনিম্ন ওভার রেট সংক্রান্ত; তাই আইয়ারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার চেন্নাইয়ের বিপক্ষে শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে পাঞ্জাব। এতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। চেন্নাইয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন মুম্বাইয়ে জন্মগ্রহণকারী আইয়ার।
এই জয়ে প্লে-অফের দৌড়েও অনেকটা পথ এগিয়ে গেছে পাঞ্জাব। এখন টেবিলে তাদের ওপরে কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ম্যাচ পরবর্তী বক্তব্যে আইয়ার বলেন, ‘যেকোনো মাঠেই আমি রান তাড়া করতে ভালোবাসি। যদি বোর্ডে বড় রান থাকে, তখন আমি দায়িত্ব নিতে ও পরবর্তী ব্যাটারদের জন্য মোমেন্টাম গড়ে তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি আমার স্বাভাবিক প্রবৃত্তির উপর খেলি এবং নিজেকে বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি নেটে অনেক ব্যাটিং করছি, নতুন বলে দ্রুত বোলারদের মোকাবিলা করছি। আমি জানি বল স্কিড করে আসবে এবং ভালো গতিতে আসবে। এটি আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে। এই দিকটি আমি সত্যিই উন্নত করার চেষ্টা করেছি। আমি মাঠে ঢুকলেই সব সময় উচ্চ মনোভাব নিয়ে খেলি। এই চারটি দিক আমি পূরণ করার চেষ্টা করি এবং আপনি এর প্রতিফলন মাঠে দেখতে পান।’
আইয়ারদের কাছে ৪ উইকেটে হেরে চলতি আসরে ব্যর্থ মিশন শেষ করেছে চেন্নাই। প্রথম দল হিসেবে বাদ পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল।