স্বপ্নটা দ্রুতই পূরণ হলো শরীফুল ইসলামের। রাওয়ালপিন্ডি টেস্টে মুখোমুখি দ্বিতীয় বলেই স্বপ্নের উইকেট পেয়েছেন তিনি। টেস্ট শুরুর আগে বাবর আজমকে আউট করা তার স্বপ্ন এমনটি জানিয়েছিলেন বাঁহাতি পেসার।
সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে সেই স্বপ্ন পূরণও করলেন শরীফুল।
শরীফুলের স্বপ্ন পূরণের দিনে শূন্য রানে ফিরেছেন বাবর।
বাবর এবং শান মাসুদ বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ বলেও জানিয়েছিলেন শরীফুল। আজ দুজনকেই তিনি ফিরিয়ে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন। তার তোপে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। অন্য উইকেটটা নেন হাসান মাহমুদ। তবে উইকেট পাওয়াতে পেসার হাসানের যতটুকু অবদান তার চেয়ে ঢের বেশি ফিল্ডার জাকিরের।
শুরুর ধাক্কা অবশ্য এখন কাটিয়ে উঠেছে পাকিস্তান। চতুর্থ উইকেটে অপরাজিত ৫৬ রানের জুটি গড়ে দলের হাল ধরেছেন দুই ব্যাটার সৌদ শাকিল ও সাইম আইয়ুব। প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের রান ৩ উইকেটে ৭২। সাইমের ৩৬ রানের বিপরীতে ২৫ রানে অপরাজিত আছেন শাকিল।