প্রতিপক্ষের ডি বক্সে বলে পাওয়ার পর লিওনেল মেসি কতটা ভয়ংকর হন তার প্রমাণ বহুবার পেয়েছেন গোলরক্ষকেরা। ডিফেন্ডাররা সামান্য জায়গা দিলেই যে তাদেরকে পড়তে হয় কঠিন চ্যালেঞ্জের সামনে। আর্জেন্টাইন অধিনায়কের বাঁ পায়ের বুলেট গতির শট তখন খুঁজে নেয় জাল। গতকাল তেমনি এক অবিশ্বাস্য গোল করেছেন বুকায়ো সাকা।
উল্ভারহ্যাম্পটনের বিপক্ষে করা দুর্দান্ত সেই গোলের জন্যই এখন প্রশংসায় ভাসছেন সাকা। চোখ ধাঁধানো গোলে মিকেল আর্তেতা এতটাই মুগ্ধ হয়েছেন শিষ্যকে মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি। আর্সেনাল কোচ বলেছেন,‘দুর্দান্ত খেলোয়াড়েরা এমনটাই করে। মেসিকে জানি সে এখানে (ডি বক্সে) আসবে এবং বলটা সুবিধা মতো নিয়েই শট নেবে।
গতকাল উল্ভসের বিপক্ষে ঘরের মাঠে এবারের মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামে আর্সেনাল।
হাভার্টজের কাছ থেকে পাস পাওয়ার পর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ডানে-বামে বোকা বাকানোর চেষ্টা করে সুবিধাজনক জায়গায় বল পাওয়া মাত্রই বুলেন গতির শট নেন সাকা। তার শট প্রতিহত করার কোনো সুযোগই ছিল না উল্ভসের গোলরক্ষকের।