নতুন মৌসুমে লা লিগার প্রথম ম্যাচে জিতে শুভ সূচনা পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ২–১ গোলে হারিয়েছে তারা।
ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে ইল্কাই গুন্দোগান, ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি ও রোনাল্দ আরাউহোদের ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে।
রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ২–১ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে বার্সা অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল।
সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুর পর খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। বক্সের ভেতর রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। ৪৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভা। এরপর দুই দলই চেষ্টা করেছিল গোল করার, সুযোগও পেয়েছিল তারা।