শেষ হলো ২০২৪ সালের অলিম্পিকের আয়োজন। রবিবার (১১ আগস্ট) শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। সেই সঙ্গে অলিম্পিকের পতাকাও নামানো হয়েছে। পরবর্তী অলিম্পিক্সের আসর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
অলিম্পিকের এবার যেমন জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে, তেমনি এর সমাপনী অনুষ্ঠানও ছিল চোখ ধাঁধানো। তিন ঘণ্টা ধরে চলে প্যারিস অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠান। আর সমাপনী অনুষ্ঠানে পারফরম করে বিশ্বের অন্যতম মেগাস্টার টম ক্রুজ।
একটি ফরাসি গান দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠানের।
তবে অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন হলিউড তারকা টম ক্রুজ। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে সেই পতাকা নিয়ে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি ইতিমধ্যেই শ্যুট করা হয়েছিল)।