চ্যাম্পিয়ন হওয়ার পর দলের খেলোয়াড়েরা উদ্যাপন করবেন এটাই স্বাভাবিক। তবে উদ্যাপন যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে শাস্তিটা যেন প্রাপ্য হয়ে দাঁড়ায়। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর তেমনি মাত্রাতিরিক্ত উদ্যাপন করে নিষিদ্ধ হয়েছেন আলভারো মোরাতা ও রদ্রি।
সবশেষ ইউরোয় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো মহাদেশিয় শ্রেষ্ঠত্বে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
স্পেনের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ অধীনস্থ দেশ জিব্রাল্টার। যা ৩০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করে আসছে যুক্তরাজ্য।
যার শাস্তি হিসেবে উয়েফা দুজনকেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। আচরণবিধি এবং ফুটবল চেতনার বহির্ভূত বলেই এই শাস্তি পেয়েছে তারা।