ভারতে ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট কতটা কার্যকরী হয়, এই আলোচনা সামনে রেখেই শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের প্রথম দিন শেষে অন্তত বলাই যায়, ভারতীয় স্পিনারদের সামনে ইংলিশ ব্যাটাররা নিজেদের স্বাভাবিক ভয়ডরহীন খেলাটা খেলতে পারেননি।
উল্টো ইংলিশদের বাজবল খেলা শিখিয়েছে ভারত। আগে ব্যাট করে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৬ রানে।
রোহিত শর্মার সঙ্গে জয়সওয়ালের ওপেনিং জুটি থেকে ভারত তোলে ৮০ রান।
দুই ইংলিশ ওপেনারের শুরুটাও দারুণ ছিল। বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি ৫৫ রানের ওপেনিং জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন।
স্টোকসের নিঃসঙ্গ লড়াই থামান জসপ্রিত বুমরাহ। ৮৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭০ রানের ইনিংসে দলকে অন্তত লড়াইয়ের কিছু পুঁজি এনে দেন ইংলিশ অধিনায়ক। তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্যাটেল ইংল্যান্ডের ৮ উইকেট ভাগাভাগি করেছেন। বাকি ২ উইকেট নিয়েছেন বুমরাহ।