পিএসজির প্রতি সম্মান দেখায়নি লিওনেল মেসি-এমনটাই বলছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসির ক্লাব ছাড়া নিয়েও কথা বলেছেন খেলাইফি। 

গত মৌসুমে পিএসজির পাট চুকিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা। দুই মৌসুমে ৭৫ ম্যাচে গোল করেছিলেন ৬৭টি।

 
মেসিকে নিয়েও অবশ্য চ্যাম্পিয়নস লিগে সাফল্য পায়নি পিএসজি। শেষ দিকে পিএসজির সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছিল মেসির। ক্লাব ছাড়ার পর পিএসজিকে নিয়ে অসন্তুষ্টির কথাও জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা।

 

সেসব নিয়েই খেলাইফি বলেছেন, 'আমরা তখনই কথা বলি, যখন এখানে (পিএসজি) থাকে।

 
যখন ক্লাব ছেড়ে যায় তখন বলি না। তাঁর (মেসি) প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ক্লাব ছাড়ার পর ক্লাব নিয়ে বাজে কথা বলা ঠিক নয়। এতে সম্মান দেখানো হয় না। সে বাজে মানুষ নয়, কিন্তু এ ধরনের কাজ আমি পছন্দ করি না।
 
এটা শুধু তার ক্ষেত্রে নয়, সবার জন্যই।' 

 

পিএসজি ছেড়ে মায়ামিতে বেশ ভালো সময় কাটাচ্ছেন মেসি। লিগ কাপের শিরোপা জিতিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে এনে দিয়েছেন ক্লাবের ইতিহাসের প্রথম ট্রফি। ছুটি কাটিয়ে আবারও মায়ামির ক্যাম্পে ফিরেছেন মেসি।