পিএসজির প্রতি সম্মান দেখায়নি লিওনেল মেসি-এমনটাই বলছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। গতকাল ফরাসি সংবাদমাধ্যম আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসির ক্লাব ছাড়া নিয়েও কথা বলেছেন খেলাইফি।
গত মৌসুমে পিএসজির পাট চুকিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা। দুই মৌসুমে ৭৫ ম্যাচে গোল করেছিলেন ৬৭টি।
সেসব নিয়েই খেলাইফি বলেছেন, 'আমরা তখনই কথা বলি, যখন এখানে (পিএসজি) থাকে।
পিএসজি ছেড়ে মায়ামিতে বেশ ভালো সময় কাটাচ্ছেন মেসি। লিগ কাপের শিরোপা জিতিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে এনে দিয়েছেন ক্লাবের ইতিহাসের প্রথম ট্রফি। ছুটি কাটিয়ে আবারও মায়ামির ক্যাম্পে ফিরেছেন মেসি।