বলুন তো বুন্দেসলিগার শীর্ষে এখন কোন দল? ওপরের শিরোনাম পড়েও হয়তো অবিশ্বাসের চাহনি দেবেন কেউ কেউ! বিস্ময়কর হলেও লিগের ৩ ভাগের ১ ভাগ হওয়ার পর জার্মানির শীর্ষ লিগের শীর্ষে এখন লেভারকুসেন। বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলকে টেক্কা দিয়ে ১১ ম্যাচ পর পয়েন্ট তালিকায় ১ নম্বরে থাকাটা বিরাট সাফল্য জাবি আলনসোর দলের।
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কোচ হয়ে পুরো খোলনলচে যেন বদলে দিয়েছেন লেভারকুসেনের। চলতি মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি জার্মানির ক্লাবটি।
রূপকথার সাফল্যে বুন্দেসলিগার সবচেয়ে ভালো শুরুর কীর্তিও গড়ে ফেলেছে জাবি আলনসোর ছোঁয়ায় বদলে যাওয়া দলটি। সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে ৩১ পয়েন্ট অর্জন করেছে লেভারকুসেন। যা জার্মান শীর্ষ লিগে সবচেয়ে ভালো শুরুর বায়ার্নের কীর্তির পাশে বসিয়েছে তাদের।
রূপকথার এই সাফল্য ধরে রেখে তারা শিরোপা উৎসব করতে পারবে কি না, তা বলবে সময়। তবে মৌসুমটা যেভাবে এগোচ্ছে তাতেই উচ্ছ্বাসে ভাসছেন আলনসো, ‘আগের আন্তর্জাতিক বিরতির থেকে এখন অবধি যা করছি তাতে আমরা খুবই তৃপ্ত। এই মুহূর্তের অনুভূতিটা অসাধারণ।’ ইএসপিএন