মুখে হাসি, কপালে হাত দিয়ে পোজ দেওয়া একটি ছবিতে মালাইকা আরোরা ক্যাপশন দিয়েছেন- আমি হ্যাঁ বললাম। 

মালাইকার এই পোস্টেই গুঞ্জন শুরু তাহলে কি আবারও বিয়ের সানাই বাজছে? সবাইকে চমকে দিয়ে অভিনেত্রী জানালেন, আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে স্ট্রিমিং শুরু হবে তার নতুন রিয়েলিটি শো ‘মুভিং উইথ মালাইকা’।   সেই শোয়ের জন্যই যে ‘হ্যাঁ’ বলেছেন তিনি। 
সেই কথাই স্পষ্ট করলেন অভিনেত্রী। লিখলেন, আমি হ্যাঁ বললাম। আমার নতুন রিয়েলিটি শো আসছে। যেখানে ব্যক্তি মালাইকাকে এইভাবে প্রথমবার দেখবেন আপনারা। আপনারা এত ক্ষণ কী ভাবছিলেন? অপেক্ষা করুন। ৫ ডিসেম্বর থেকে দেখানো হবে এই শো।