চলে গেলেন ষাটের দশকের প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। গতকাল লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মারিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন।
মারিয়ান ‘আ টিয়ার্স গো বাই’ গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি। ‘দ্য গার্লস অন আ মোটরসাইকেল’-এর মতো সিনেমাতেও দেখা গেছে তাকে।
১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান।
নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে।
১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের ‘মেড ইন ইউএসএস’ ছবির একটি একটি গানের দৃশ্যে হাজির হয়েছিলেন তিনি। বড় পর্দার পর ১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের।
‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’ ছাড়াও ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৬৫ সালে ম্যাক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করেন মারিয়ান তবে সে সংসার টিকেছিল মোটে এক বছর।