দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক কায়েস আরজু। নাম ‘বাটপারের বিয়ে’। কমেডি নির্ভর রোমান্টিক নাটকটিতে আরজুর নায়িকা হিসেবে অভিনয় করেছেন সুস্মিতা সিনহা।

নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বানটিসহ অনেকে। প্রযোজনা করেছে জিসান মালটিমিডিয়া।

নাটকের গল্পে দেখা যাবে, জিসান একটা প্রাইভেট কাম্পানিতে জব করে। ব্যাচেলর হবার কারণে কেউ তাকে বাসা ভাড়া দিতে চায় না। রাস্তায় ২ ভিক্ষুক জোসনা ও রহিমের সাথে তার দেখা হয়। তাদের দেখে মাথায় বুদ্ধি আসে। সে জোসনাকে তার মায়ের পরিচয় দিয়ে বাসা ভাড়া খুঁজতে যায়। জোসনাকে অনেক মডার্ন বানিয়ে চোখে সান গ্লাস লাগিয়ে খুব সহজে শরিফ সাহেবের বাসায় উঠে পড়ে। এরপর ঘটতে থাকে আরও নানা ঘটনা।