বলিউডের জনপ্রিয় মুখ ম্রুনাল ঠাকুর। টেলিভিশন পর্দা থেকে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘মুঝসে কুছ কেহেতি ইয়ে খামোশিয়া’ দিয়েই নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন ম্রুনাল। পরবর্তীকালে বড়পর্দায় সুযোগ পেয়ে যান তিনি।
ফ্যাশন প্রসঙ্গে ম্রুনাল বলেন, ‘ফ্যাশন হল একটি সাহসী পদক্ষেপ এবং আপনার আত্মবিশ্বাস। যে পোশাকটি আপনি আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করতে পারবেন, সেটাই আপনার ফ্যাশন।
অভিনেত্রী আরো বলেন, ‘আপনার ব্যক্তিত্ব এবং পোশাকের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে। আপনি যখন কোথাও যাবেন তখন যদি মানুষ শুধুমাত্র আপনার পোশাক বা জুতা সম্পর্কে কথা বলে তাহলে কিন্তু তাকে ফ্যাশন বলা চলে না। মানুষ যখন আপনার পোশাকের পাশাপাশি আপনার ব্যক্তিত্ব এবং রসবোধ সম্পর্কে আলোচনা করবে তখনই আপনি হবেন স্টাইলে অনন্য।’
নিজের ফ্যাশন আইডলদের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ফ্যাশন আদতে কী সেটা তিনি জেনেছেন রেখা, শ্রীদেবী, কাজল, রাভিনা ট্যান্ডন এবং কারিনা কাপুর খানের মতো অভিনেত্রীদের থেকে।
বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণেও সমানতালে কাজ করছেন ম্রুনাল। আগামী বছর ‘সান অফ সার্দার ২’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে।