বলিউড মেগাস্টার সালমান খানের নামে ভুয়া খবর ছড়িয়ে বিক্রি করা হয়েছে শত শত টিকিট। বিষয়টি ভাইজানের নজরে এলে সতর্কবার্তা দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেল।
ভুয়া খবর হিসেবে ছড়ানো হয়, আগামী ৫ অক্টোবর সালমান খান আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছেন। সেই অনুষ্ঠানের নাম করে টিকিট বিক্রিও শুরু হয়ে যায়।
সালমান খানের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকেও একটি সতর্কবার্তা ভক্তদের উদ্দেশে পোস্ট করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে তার মার্কিন যুক্তরাষ্ট্রে কনসার্টের আপাতত কোনও পরিকল্পনা নেই। টুইট বার্তায় সলমন লিখেছেন, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সালমান খান বা তার কোনও সহযোগী কোম্পানি বা দল ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কোনও কনসার্টের আয়োজন করছে না।
সালমানকে সর্বশেষ মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’তে দেখা গিয়েছিল।