গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। ছবিটি মুক্তির পরই লুফে নিয়েছেন দর্শক। সিনেমা হলে দারুণ ব্যবসা করেছে ছবিটি। এবার দর্শকদের জন্য সুখবর।
সিনেমাতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন বাংলাদেশের মিষ্টি মেয়েখ্যাত মাসুমা রহমান নাবিলা। সেই সঙ্গে তুফানে শাকিবের সঙ্গে পর্দায় নেচে-গেয়ে অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সিনেমাটি একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালেয়শিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে।
তুফানের চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নুরুন নবী, কস্টিউম করেছেন ফারজানা সান।
এ ছাড়া ‘তুফান’ সিনেমার গানগুলো মুক্তির পরপরই সাধারণ মানুষ পছন্দ করেছে। যেমন ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’, ‘ফেঁসে যায়’সহ সিনেমায় মোট ৫টিই পছন্দ করেছেন দর্শক।
তুফান মুক্তির ব্যাপারে হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘তুফান হইচইতে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরই মধ্যে লক্ষ করছি।
তবে কবে নাগাদ মুক্তি পাবে, সেটা এখনো জানাননি দুই ওটিটি প্ল্যাটফরমের কর্তারা। জানিয়েছেন খুব তাড়াতাড়ি মুক্তির তারিখ ঘোষণা করবেন তারা।