বিদেশ থেকে যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন তারা প্রবাসী। তাদের পাঠানো আয় বা রেমিট্যান্স এর কারণে দেশ সবসময় উপকার পায়। তাই দেশ গঠনে তাদের ভূমিকা কম নয়। তবে এই প্রবাসীরা প্রায়ই অবেহলার শিকার হন।
আনন্দের খবর হচ্ছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রবাসীদের আয়ের পালে আবারও বাতাস লেগেছে। চলতি মাসে দেশের বাইরে থেকে ২২২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যটাসে এই অভিনেতা লিখেছেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন , উনাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে।
জোভানের সেই স্ট্যাটাসের নিচে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রবাসীদের যেন ভিআইপি কার্ড প্রদান করা হয়। যাতে করে তারা দেশে ফিরলে বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়েন।
বলে রাখা ভালো, জোভানের বাবাও একজন প্রবাসী।